ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
নিউজিল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল ছবি:সংগৃহীত

এশিয়া কাপ থেকে ফিরেই আবারও মাঠে নামার প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। এবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছে জুনিয়র টাইগাররা। সেখানে স্বাগতিকদের সাথে পাঁচটি একদিনের ম্যাচ ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বুধবার (১৮ সেপ্টম্বর) এতথ্য নিশ্চিত করেছেন বিসিবি’র গেম ডেভেলপমেন্টের ম্যানেজার মোহাম্মদ কায়সার।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সফরের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে ।

২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩ তারিখ শেষ ম্যাচটি খেলেই পরদিন ১৪ অক্টোবর নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে বাংলাদেশ। ’

সম্প্রতি সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আগষ্টে ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছে জুনিয়র টাইগারা। এরপর চলতি মাসে এশিয়া কাপেরও ফাইনালে খেলেছে বাংলাদেশ। তবে দুটি টুর্নামেন্টেই হাতছাড়া হয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।