ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সতীর্থ রোহিতের দু’টি রেকর্ড ভেঙে দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
সতীর্থ রোহিতের দু’টি রেকর্ড ভেঙে দিলেন কোহলি রোহিত ও কোহলি: ছবি-সংগৃহীত

ব্যাট হাতে মাঠে নামলেই নতুন নতুন রেকর্ড গড়ে বসেন বিরাট কোহলি। বুধবার (১৮ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ভারতীয় অধিনায়ক। 

মোহালিতে কোহলির ৫২ বলে ৭২ রানের শ্বাসরুদ্ধকর ব্যাটিংয়ের কল্যাণে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। তার এই ৭২ রানের ইনিংসই এখন মোহালির টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ।

এছাড়াও এই ইনিংস খেলে আরেকবার ক্রিকেটের তিন ফরম্যাটে পঞ্চাশোর্ধ্ব গড়ে রান সংগ্রাহক হয়েছেন কোহলি। টেস্টে তার বর্তমান গড় ৫৩.১৪। ৬০.৩১ গড়ে রান করেছেন ওয়ানডেতে। টি-টোয়েন্টিতে তার গড় ৫০.৮৫।

এসব বাদ দিলেও নতুন দু’টি রেকর্ড গড়েছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। নতুন রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন সতীর্থ রোহিত শর্মাকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থানে ওঠে এসেছেন কোহলি।  

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি: ছবি-সংগৃহীত প্রোটিয়াদের বিপক্ষে ৬৫ ইনিংসে ২৩৬৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন কোহলি। অন্যদিকে রোহিত নামেন ৮৮ ইনিংসে ২৪২২ রান নিয়ে। মাত্র ১২ রানের মাথায় আন্দিলে ফেলুকাওয়ের বলে ১২ রানে সাজঘরে ফিরেন রোহিত। কোহলি ৭২ রানের ইনিংস খেলে পেছনে ফেলেন ভারতীয় ওপেনারকে। রোহিতের চেয়ে এখন ৭ রান এগিয়ে আছেন কোহলি।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচে ৬৬ ইনিংসে ২৪৪১ রান নিয়ে শীর্ষে আছেন কোহলি। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রোহিতের রান ২৪৩৪। তিনি খেলেছেন ৯৭ ম্যাচ ও ৮৯ ইনিংস।  ২২৮৩ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

টি-টোয়েন্টি সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব রান এখন কোহলির দখলে: ছবি-সংগৃহীত এছাড়াও রোহিতকে পেছনে ঠেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির মালিকও হয়েছেন কোহলি। এতদিন ধরে ২১ হাফসেঞ্চুরি নিয়ে যুগ্মভাবে প্রথম স্থানে ছিলেন কোহলি ও রোহিত। কোহলি পঞ্চাশোর্ধ্ব রান করেছেন ২২ ম্যাচে। তবে কোনো শতকের দেখা পাননি তিনি। রোহিত ২১ ম্যাচে করেছেন পঞ্চাশোর্ধ্ব রান। যার মধ্যে আছে ১৭ ফিফটি ও ৪ সেঞ্চুরি।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।