ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বের করে দেওয়ার আগেই ধোনির চলে যাওয়া উচিৎ: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
বের করে দেওয়ার আগেই ধোনির চলে যাওয়া উচিৎ: গাভাস্কার গাভাস্কার ও ধোনি: ছবি-সংগৃহীত

আবারও মহেন্দ্র সিং ধোনির অবসর বিষয়ক বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার জানিয়েছেন, অস্ট্রেলিয়া ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণদের জায়গা করে দেওয়ার জন্য এখনই সময় ‘ধোনির বাইরে তাকানোর’।

‘আজ তক’ নামের এক ভারতীয় চ্যানেল গাভাস্কারকে জিজ্ঞেস করা হয়েছিল, সামনে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ধোনিকে দলে রাখা উচিৎ কিনা। জবাবে লিটল মাস্টার নঞর্থক উত্তরই দিয়েছেন।

তিনি জানান, তার স্কোয়াডে ধোনিকে নয় রিশভ পান্তকে রাখবেন তিনি।  

গাভাস্কার সেই সাক্ষাৎকারে বলেন, ‘না, আমাদের বাইরে তাকাতে হবে। মহেন্দ্র সিং ধোনিকে আমার দলে নেবো না। আপনি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলেন, আমি নিশ্চিতভাবে রিশভ পান্তকে নিয়ে চিন্তা করবো। ’ 

পান্ত যদি ভাল না করে তবে সঞ্জু স্যামসনকে বিকল্প অপশন হিসেবে বেছে নেওয়ার কথা জানান গাভাস্কার, ‘আমার যদি বিকল্প অপশন প্রয়োজন হয়, তাহলে আমি সঞ্জু স্যামসনকে নিয়ে চিন্তা করবো। সঞ্জু ভাল উইকেটরক্ষক এবং ভাল ব্যাটসম্যানও। ’ 

আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কেমন হওয়া উচিৎ সে ব্যাপারেও মন্তব্য দিয়েছেন গাভাস্কার। ৭০ বছর বয়সী সাবেক ভারতীয় ক্রিকেটার বলেন, ‘আমাকে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে হয়, তবে সামনে তাকানোর জন্য আমি তরুণদের নিয়ে ভাববো। ধোনি ভারতীয় ক্রিকেটে অসাধারণ অবদান রেখেছে কিন্তু এখন তার বাইরের দিকে তাকানো দরকার। ’ 

পরে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে-কেও ধোনি বিষয়ক না-বোধক সাড়া দিয়েছেন গাভাস্কার। কিংবদন্তি এই ব্যাটসম্যান বলেন, ‘আমি মনে করি তাকে (ধোনি) বের করে দেওয়ার আগে তার চলে যাওয়া উচিৎ। ’ 

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে বিতর্ক ওঠে ভারতীয় দলে। তবে সেসব গুঞ্জন-বিতর্ককে পাশ কাটানোর জন্য ভারতের সাবেক অধিনায়ক দু’মাসের জন্য যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। ধোনিকে ছাড়াই টিম ইন্ডিয়া ক্যারিবিয়ান সফর শেষ করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেও নেই তিনি। ৩৮ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ইচ্ছে, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।