ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলা টাইগার্স খেলবে আবুধাবির টি-টেন ক্রিকেটে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
বাংলা টাইগার্স খেলবে আবুধাবির টি-টেন ক্রিকেটে অ্যামিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে বাংলা টাইগার্স টিমের চুক্তি সই অনুষ্ঠান

আবুধাবিতে অনুষ্ঠেয় টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে যুক্ত হয়েছে বাংলাদেশের একটি টিম। টিমের নাম বাংলা টাইগার্স। আগামী ১৪ নভেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। ২৪ নভেম্বর হবে খেলার ফাইনাল আসর। ২৯টি ম্যাচে ক্রিকেট বিশ্বের  তারকাদের নিয়ে শীর্ষ দেশগুলো অংশ নেবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দুবাইয়ের প্যালেস টাওয়ারে অ্যামিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে বাংলা টাইগার্স টিমের চুক্তি সই হয়।

বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী মো. ইয়াছিন চৌধুরী ও সিরাজুদ্দীন মো. আলমগীর এবং ইসিবি সদস্য সাজিউল মুলক চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন আবুধাবি ক্রিকেট বোর্ডের সিইও ম্যাথিও বাউচার।

এবার বসছে টি-টেন ক্রিকেটের দ্বিতীয় আসর। এর আগে ২০১৮ সালে শারজাহতে এ সংস্করণের ক্রিকেটের প্রথম আসর বসে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।