ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতে জনপ্রিয়তায় মোদীর পরেই ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ভারতে জনপ্রিয়তায় মোদীর পরেই ধোনি নরেন্দ্র মোদী ও মহেন্দ্র সিং ধোনি/ছবি: সংগৃহীত

মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তার কথা কারো অজানা নয়। যদিও বিগত প্রায় দু’মাস ধরেই মাঠের বাইরে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক, তবু তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি।

২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার জন্য অনেকেই ধোনিকেই দায়ী করেন। অনেকে তাকে দল থেকে সরিয়ে দিতে বলছেন কিংবা তাকে স্বেচ্ছায় সরে যেতে বলছেন।

কিন্তু সমর্থকদের চোখে তিনি আছেন আগের মতোই। এর প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক এক জরিপে।

ব্রিটেন ভিত্তিক জরিপ প্রতিষ্ঠান ইউগভ তাদের বার্ষিক জরিপ অনুযায়ী জানিয়েছে, ভারতে জনপ্রিয়তার বিচারে বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের চেয়েও এগিয়ে আছেন ধোনি। আর সবমিলিয়ে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান আছেন দ্বিতীয় স্থানে। ভারতের হয়ে বিশ্বকাপজয়ী এই অধিনায়কের চেয়ে এগিয়ে আছেন শুধু দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ওই জরিপে সারা বিশ্ব থেকে ৪২ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তাদের ভোটে ভারতে সবচেয়ে জনপ্রিয় পুরুষ নির্বাচিত হয়েছেন মোদী। তিনি মোট ১৫.৬৬ শতাংশ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা ধোনি ভোট পেয়েছেন ৮.৫৮ শতাংশ। ৫.৮১ শতাংশ ভোট পেয়ে টেন্ডুলকার আছেন সপ্তম স্থানে। এক ধাপ পরেই আছেন কোহলি (৪.৪৬ শতাংশ)।

ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় হলেও শীর্ষ তালিকায় স্থান পাওয়া অধিকাংশ ব্যক্তিত্বই মূলত ক্রীড়া জগতের বাইরের। যেমন, তৃতীয় স্থানে আছেন ভারতীয় ধনকুবের ব্যবসায়ী রতন টাটা। চতুর্থ স্থানে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পঞ্চম স্থানে মাইক্রসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আর ষষ্ঠ স্থানে বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন।

তবে আন্তর্জাতিক পর্যায়ে পুরুষদের তালিকায় শীর্ষে আছেন বিল গেটস আর সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। আর ভারতের ক্ষেত্রে পুরুষদের তালিকায় শীর্ষে মোদী ও নারীদের তালিকায় শীর্ষে ছয়বারের বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেরি কম। এদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ২০ জন ব্যক্তিত্বের তালিকায় আরও আছেন শাহরুখ খান, সালমান খানদের মতো বলিউড তারকারাও।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।