ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে হবে আট জাতি এশিয়া ইমার্জিং কাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
বাংলাদেশে হবে আট জাতি এশিয়া ইমার্জিং কাপ ছবি-সংগৃহীত

আট জাতি নিয়ে আগামী নভেম্বরে বাংলাদেশে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ। অংশগ্রহণকারীসহ আট ক্রিকেট খেলুড়ে দেশকে ভাগ করা হয় দুই গ্রুপে।

গ্রুপ ‘এ’ হবে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমানের সমন্বয়ে। ‘বি’ গ্রুপে থাকবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, হংকং ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দলগুলো ঢাকা পৌঁছাবে ১২ নভেম্বর। মোট চার স্টেডিয়াম-কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার স্টেডিয়াম, বিকেএসপি-৩,৪ এবং শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

কক্সবাজারের দুই স্টেডিয়ামে হবে ‘এ’ গ্রুপের ম্যাচ এবং ‘বি’ গ্রুপের ম্যাচ হবে বিকেএসপি’র মাঠে। দুই সেমিফাইনাল এবং ফাইনাল হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল হবে ২৩ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।