ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

হাসনাইনের হ্যাটট্রিক ছাপিয়ে শ্রীলঙ্কার জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
হাসনাইনের হ্যাটট্রিক ছাপিয়ে শ্রীলঙ্কার জয় উল্লাসে শ্রীলঙ্কা, ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই হ্যাটট্রিকের দেখা পেলেন মোহাম্মদ হাসনাইন। তবে এমন মাইলফলক ম্যাচেও নিজ দল পাকিস্তানকে জেতাতে পারলেন না তিনি। উল্টো ব্যাটসম্যানদের ব্যর্থতায় দাপুটে জয় তুলে নিল শ্রীলঙ্কা। ৬৪ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। 

শনিবার (০৫ অক্টোবর) লাহোরে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

১৬৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কান বোলারদের তোপে আসা যাওয়ায় মিছিলে ব্যস্ত থাকেন স্বাগতিক ব্যাটসম্যানেরা। সর্বোচ্চ ২৫ রান করেন ইফতিখার আহমেদ। দীর্ঘদিন পর সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন আহমেদ শেহজাদ ও উমর আকমল।  

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান নুয়ান প্রদীপ ও ইশুরু উদানা।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দানুসকা গুনাথিলাকার হাফ-সেঞ্চুরিতে ভালো সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ৩৮ বলে ৮ চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন এই ওপেনার। এছাড়া ৩৩ রান আসে ফার্নান্দোর ব্যাট থেকে।  

১৬তম ওভারের শেষ বল ও ১৯ ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন হাসনাইন। তিনি ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা ও শেহান জয়সুরিয়ার উইকেট তুলে নেন।  

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন গুনাথিলাকা।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এমএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।