ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ডাক’ মেরে আফ্রিদির রেকর্ড ভাঙলেন উমর আকমল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
‘ডাক’ মেরে আফ্রিদির রেকর্ড ভাঙলেন উমর আকমল  ডাক মেরে সাজঘরে ফিরছেন উমর আকমল: ছবি-সংগৃহীত

তিন বছর পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন উমর আকমল। শ্রীলঙ্কার বিপক্ষে দলকে জেতাতে না পারলেও প্রত্যাবর্তনটা অন্যভাবে স্মরণীয় করে রাখলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ব্যাটিংয়ে নেমে নুয়ান প্রদীপের বলে ‘গোল্ডেন ডাক’ নিয়ে সাজঘরে ফেরেন তিনি। তাতেই তার জাতীয় দলের সাবেক সতীর্থ শহীদ আফ্রিদির একটি রেকর্ড কেড়ে নিয়েছেন উমর।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে আগে সর্বোচ্চ ‘ডাক’ এর মালিক ছিলেন আফ্রিদি। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে ‘ডাক’ মেরেছেন ৮টি।

উমর আকমলের কপালে জুটেছে ৯টি ডাক। পাকিস্তানের হয়ে ৮৩তম টি-টোয়েন্টি খেলতে নেমে এই রেকর্ড গড়েন তিনি।  

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবুধাবিতে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন আকমল। তিন বছর পর পাওয়া সুযোগটা নষ্ট করায় পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ট্রল’ও শুরু করে দিয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬৪ রানে হেরেছে স্বাগতিক পাকিস্তান।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।