ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হলো ওয়ালটন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হলো ওয়ালটন এনসিএলের লোগো উন্মোচন: ছবি-শোয়েব মিথুন

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে টানা অষ্টমবারে মতো প্রতিষ্ঠানটি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই আসরের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করবে। সোমবার (০৭ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের স্পন্সরের নাম ঘোষণা করে বিসিবি। এসময় এনিসিএলের লোগো উন্মোচন করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে মাঠে গড়াবে এনসিএলএর ২১তম আসর। আগামী তিন বছরের জন্য জাতীয় লিগে স্পন্সর হিসেবে থাকবে ওয়ালটন।

লোগো উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম।

বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানা কর্মকাণ্ডের সঙ্গে ওয়ালটন জড়িত রয়েছে, বিশেষ করে স্পন্সরশিপ কর্মকাণ্ডের বিষয়ে। এই বছরও আমাদের জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর হিসেবে তারা থাকছে। বিসিবির পক্ষ থেকে আমি ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। ’

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।