ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের কাছে তৃতীয় ম্যাচেও হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ভারতের কাছে তৃতীয় ম্যাচেও হারল বাংলাদেশের মেয়েরা বাংলাদেশ নারী দল-ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচের মতোই সিরিজের তৃতীয় ম্যাচেও ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। ফলে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় নারী ‘এ’ দল।

টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে নুন্যতম লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ।

স্বাগতিকদের ৪৪.৪ ওভার স্থায়ী ইনিংস শেষ হয় মাত্র ১২৮ রানে। ২৬ রানেই প্রথম উইকেট হারানোর পর থেকে উইকেট পতনের মিছিল চলতে থাকে।  

প্রতিকূল পরিস্থিতিতে টিকে ছিলেন সানজিদা ইসলাম। কিন্তু তার ৮৭ বলে ৪৪ রানের ইনিংসও দলের দুর্দশা কমাতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে মুর্শিদার ব্যাট থেকে। বাকিরা প্রতিরোধ গড়তে ব্যর্থ হলে এই দুজনের দুই ইনিংসও বিফলে যায়।

ভারতের তনুশ্রী সরকার ও রাশি কানুজিয়া ৩টি করে উইকেট তুলে নেন। ২ উইকেট যায় দেবিকার ঝুলিতে।

ছোট লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন ভারতীয় ব্যাটাররা। উইকেট ধরে রেখে বাংলাদেশের নির্বিষ বোলিংকে সহজেই সামলেছেন তারা। ওপেনার ভাটিয়ার ৯১ বলে ৪৮ রান ও দেবিকার ৭৩ বলে ৪২ রানের ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যার ভারত।

বল হাতে বাংলাদেশের খাদিজা-তুল-কুবরা ও শায়লা শারমিন ১টি করে উইকেট তুলে নিয়েছেন।  

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ নারী ‘এ’ দল: ৪৪.৪ ওভারে ১২৮ (মুর্শিদা ৩৩, সানজিদা ৪৪; তনুশ্রী ৩/১৭, রাশি ৩/২২, দেবিকা ২/৩০)

ভারত নারী ‘এ’ দল: ৩৯.২ ওভারে ১৩২/৩ (ভাটিয়া ৪৮, দেবিকা ৪২*; কুবরা ১/২২, শায়লা ১/৩২)

ম্যাচ সেরা: দেবিকা

ফলাফল: ভারত নারী ‘এ’ দল ৭ উইকেটে জয়ী।

সিরিজ: ভারত নারী ‘এ’ দল ৩-০ ব্যবধানে জয়ী।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।