ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হলেন অনিল কুম্বলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হলেন অনিল কুম্বলে অনিল কুম্বলে: ছবি-সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্লাব কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান কোচের পদে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। আসন্ন মৌসুম থেকে ফ্র্যাঞ্জাইজিভিত্তিক ক্লাবটির দায়িত্ব পালন করবেন এই সাবেক ভারতীয় তারকা। 

মাইক হেসনের পরিবর্তে পাঞ্জাবের দায়িত্ব নিলেন কুম্বলে। হেসনের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল ক্লাবটির।

কিন্তু চুক্তির অর্ধপথে দায়িত্ব ছেড়ে দেন এই নিউজিল্যান্ড কোচ। কুম্বলেকে পাঞ্জাবের প্রধান কোচ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির সহ-মালিক মোহিত বর্মণ।  

২০১৬-১৭ সালে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন কুম্বলে। তবে এবারই প্রথম তিনি আইপিএলের কোনো দলের প্রধান কোচ হলেন। অবশ্য ফ্র্যাঞ্জাইজিভিত্তিক ক্রিকেটে এই ৪৮ বছর বয়সী ক্রিকেটারের অভিজ্ঞতা নতুন নয়। পরামর্শক হিসেবে যোগদানের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন তিনি। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ানসের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন কুম্বলে।  

২০১৯ আইপিএল আসরে ষষ্ঠ হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১৮ সালে দখল করেছিল সপ্তম স্থান।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।