ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসামুলের দারুণ ইনিংস ছাপিয়ে আরাফাত সানির ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
তাসামুলের দারুণ ইনিংস ছাপিয়ে আরাফাত সানির ৬ উইকেট ছবি: বাংলানিউজ

ধৈর্যশীল ব্যাটিংয়ের দারুণ উদাহরণ তাসামুল হকের ইনিংস। ৯০ রানের ইনিংস খেলতে চট্টগ্রাম বিভাগের এই মিডল অর্ডার ব্যাটসম্যান বল খেলেছেন ২৪৯টি! তবে সব ছাপিয়ে দিনের সব আলো কেড়ে নিয়েছেন আরাফাত সানি। একাই ৬ উইকেট ঝুলিতে পুরেছেন ঢাকা মেট্রোর এই স্পিনার।

জাতীয় ক্রিকেট লিগের টায়ার-২ এর ম্যাচের দ্বিতীয় দিনে শুক্রবার (১১ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। ১৪৭ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করা দলটি এদিন শুরুতেই পিনাক ঘোষের (৩২) উইকেট হারায়।

 

এরপর উইকেট কামড়ে পড়ে থাকার দিকে মনোযোগ দেন তাসামুল ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনে মিলে ৬৭ রানের জুটি গড়তে সময় নেন ৩৯.৩ ওভার। ১৩০ বলে ৩০ রানের ইনিংস খেলা অঙ্কনকে বিদায় করে উইকেটের খাতা খুলেন আরাফাত সানি।  

ছবি: বাংলানিউজ৫ উইকেট হারিয়ে বসা চট্টগ্রামকে ফের টেনে তোলার দায়িত্ব নেন তাসামুল। সঙ্গ দেন মাসুম খান। দুজনের ৫৭ রানের জুটি ভাঙেন আরাফাত সানি। পরের ৪ ব্যাটসম্যানও সানির শিকার। এই চারজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।  

চট্টগ্রাম ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেওয়া তাসামুলকে বোল্ড করে ৬ উইকেট পূর্ণ করেন সানি। সেঞ্চুরি থেকে ১০ রান দূরত্বে শেষ হওয়া তাসামুলের ইনিংসটি ৩২৭ মিনিট স্থায়ী হয়। এই সময়ে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৭টি।

সানির ৬ উইকেট এসেছে ৮৭ রান খরচে। ৩৯.৫ ওভার বল করে ১২টি মেডেন দিয়েছেন আর ইকোনমি রেট মাত্র ২.১৮। আগের দিন ৩ উইকেট নেওয়া মাহমুদউল্লাহ এদিন আর কোনো উইকেট পাননি। বাকি উইকেট শহিদুল ইসলামের।

ছবি: বাংলানিউজজবাবে দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে ঢাকা মেট্রো। ২৬ রানে অপরাজিত আছেন শামসুর রহমান আর ২১ রানে অপরাজিত অধিনায়ক মার্শাল আইয়ুব।

এদিকে টায়ার-২ এর অন্য ম্যাচে রাজশাহীতে মাঠে নেমেছিল সিলেট বিভাগ ও বরিশাল বিভাগ। আগের দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়িয়েছে মাত্র ৩১ ওভার। এই সময়ে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করেছে সিলেট।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।