ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে যোগ্য দেশী কোচের কথাও বিবেচনা করা হবে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
বিপিএলে যোগ্য দেশী কোচের কথাও বিবেচনা করা হবে আকরাম খান: ফাইল ফটো

আগামী ০৬ ডিসেম্বের থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। ফ্র্যাঞ্চাইজি ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব তত্বাবধানে এবারের বিপিএলের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।

তবে বিপিএল নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবি কিছু জানায়নি। কিভাবে বিপিএল হবে নিয়ম-কানুন কেমন হবে তা কিছুই চূড়ান্ত হয়নি।

তবে ৭টি দল অংশগ্রহণ করবে এবং দলগুলোর জন্য বিদেশি কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।

শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, যোগ্য-দেশী কোচ থাকলে তাদের ব্যাপারেও বিবেচনা করা হবে। তিনি বলেন, ‘এ রকম কোনো কথা নেই। যে ভালো করছে, তারাও সুযোগ পেতে পারে। পুরোটাই মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে। যারা কোচ হিসেবে ভালো করছে, তাদের কথা তো আসবেই। ’

দলগুলোর দায়িত্বে কারা থাকবেন এ নিয়ে তিনি বলেন, ‘অফিসিয়ালি কিছু হয় নাই। কিছুদিনের মধ্যেই টিম সিলেক্ট থাকবে। প্রতিটি দলে একজন করে ডিরেক্টর থাকবে। এটা অফিসিয়াল নয়। আমি থাকবো কি না, জানি না। ’

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।