ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাব্বি-নুরুজ্জামানের তোপে খাদের কিনারে সিলেট 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
রাব্বি-নুরুজ্জামানের তোপে খাদের কিনারে সিলেট  বল উঁচিয়ে রাব্বি: ছবি-শোয়েব মিথুন

রাজশাহীতে ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলায় প্রথম ইনিংসে কামরুল ইসলাম রাব্বির বোলিং তোপে মাত্র ৮৬ রানেই গুটিয়ে গেছে সিলেট বিভাগ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৬ উইকেট নিয়েছেন বরিশালের পেসার রাব্বি।

রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে আজ ৩ উইকেটে ৬৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল সিলেট। এদিন তারা মাত্র ১৮ রানেই হারায় শেষ ৭ উইকেট! ইনিংস সর্বোচ্চ ১৬ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে।

আগের দিন ২ উইকেট নেওয়া রাব্বি এদিন নিয়েছেন আরো ৪টি। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই পেসার। আর অফ স্পিনে তিন ওভারে কোনো রান না দিয়েই ৩ উইকেট নিয়েছেন নুরুজ্জামান।

চার দিনের ম্যাচে রাজশাহীতে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে সিলেট। প্রথম দিনটা ভেসেছে বৃষ্টিতে। দ্বিতীয় দিনেও বৃষ্টি হানা দেওয়ায় খেলা হয়েছিল মাত্র ৩১ ওভার। ৩ উইকেটে ৬৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সিলেট। এর মধ্যে ২ উইকেট নেন রাব্বি। আজ তৃতীয় দিনে মাত্র ১৮ রান যোগ করেই গুটিয়ে যায় সিলেট। আজ আরও ৪ উইকেট তুলে নেন জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট খেলা এ পেসার।  

বরিশাল বিভাগ ৮ উইকেটে ২৩১ রান তুলে প্রথম ইনিংস শেষ করেছে। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন অধিনায়ক ফজলে মাহমুদ। ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ওপেনার শাহরিয়ার নাফীস। ৩৩ রান এসেছে আরেক ওপেনার রাফসান আল মাহমুদের ব্যাট থেকে। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রেজাউর রহমান। অলক কাপালি নিয়েছেন ২ উইকেট।  

সিলেট বনাম বরিশাল বিভাগের ম্যাচের দৃশ্য: ছবি-শোয়েব মিথুনএরপর একইদিনে দ্বিতীয় ইনিংস শুরু করে পুনরায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সিলেট। ২ উইকেটে স্কোরবোর্ডে ২৭ রান যোগ করে তৃতীয় দিন শেষ করেছে অলক কাপালির দল।  

দ্বিতীয় ইনিংস শুরু করে দলীয় ২ রানের মাথায় নুরুজ্জামানের বলে ডাক মেরে সাজঘরে ফেরেন ওপেনার তৌফিক খান। সিলেট ২৬ রানে হারায় রাহাতুল ফেরদৌসকে (১১)। আগামীকাল চতু্র্থ ও শেষদিন শুরু করবেন সিলেটের ‍দুই অপরাজিত ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন (১৪) ও এনামুল হক জুনিয়র (১)। এখনো তারা বরিশালের চেয়ে পিছিয়ে আছে ১১৮ রানে।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।