ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বড় লিডের পথে ঢাকা, সুমনের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
বড় লিডের পথে ঢাকা, সুমনের ৫ উইকেট ঢাকা বনাম রাজশাহী বিভাগের ম্যাচের দৃশ্য: ছবি-শোয়েব মিথুন

ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে বড় লিডের দিকে ছুটছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ২৪০ রান করা দলটি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান করে চারদিনের টেস্টের তৃতীয় দিন শেষ করেছে। লিড নিয়েছে ২৪৯ রানের। রাজশাহী প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৯৭ রানে।

শনিবার (১২ অক্টোবর) ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৬ উইকেটে ১৭৩ রানে তৃতীয় দিন শুরু করা রাজশাহীকে আর বেশিদূর এগোতে দেননি সুমন খান।

দিনের শুরুতে সাজঘরে ফেরেন ফরহাদ রেজা (১৬)।

এর পরপরই ফেরেন আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান জহুরুল ইসলাম (৬৪)। এরপর ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর দাঁড়াতে পারেনি কেউ। রাজশাহী থেমে যায় ১৯৭ রানে।  

ঢাকার হয়ে ২৭ ‍ওভার বল করে ৫৭ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন সুমন। আগেরদিন ৩ উইকেট পকেটে পুরেন তিনি।  ৩ উইকেটে শিকার করেছেন সালাউদ্দিন শাকিল।  

৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ঢাকা ৬ উইকেটে ২০৬ রান তুলে দিন শেষ করে। প্রথম ইনিংসের পর এবারও হেসেছে তাইবুর রহমানের ব্যাট। ৬৭ রানে অপরাজিত আছেন তিনি। প্রথম ইনিংসে অপরাজিত ৮৮ রান এসেছিল তার ব্যাট থেকে। এছাড়া ঢাকার হয়ে ৬৫ রানের ইনিংস খেলেছেন রাকিবুল হাসান। জয়রাজ শেখের ব্যাট থেকে ৩০ এবং ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে এসেছে ২০ রান।  

ঢাকার হয়ে চতুর্থদিন শুরু করবেন তাইবুর রহমান ও সুমন খান (১)।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ফরহাদ রেজার শিকার ২ উইকেট।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।