ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনাকে পথ দেখাচ্ছেন ইমরুল ও সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
খুলনাকে পথ দেখাচ্ছেন ইমরুল ও সৌম্য ছবি-সংগৃহীত

ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে ভাল অবস্থানে আছে খুলনা বিভাগ। চারদিনের টেস্টের তৃতীয় দিন শেষে রংপুরের চেয়ে ৩৫ রানে পিছিয়ে আছে খুলনা। রংপুর প্রথম ইনিংসে করে ২২৭ রান। প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৯৩ রান নিয়ে নিয়ে তৃতীয় দিন শেষ করেছে আব্দুর রাজ্জাকের খুলনা। 

শনিবার (১২ অক্টোবর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দলীয় ৫ উইকেটে ১৬৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন রংপুরের আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তানভীর হায়দার ও সোহরাওয়ার্দী শুভ। চমৎকার ব্যাটিংয়ে দু’জনে তুলে নেন ফিফটি।

ব্যক্তিগত ৬৪ রানের মাথায় আব্দুর রাজ্জাকের শিকার হোন তানভীর। শুভকে (৫০) ফেরান রুবেল হোসেন। এরপর কেউ দাঁড়াতে না পারায় ২২৭ রানে ‍গুটিয়ে যায় রংপুর।  

ঘরের মাঠে প্রথম ইনিংস শুরু করে ওপেনিং জুটিতে ১৩৬ রান তুলেন রবিউল ইসলাম রবি ও ইমরানউজ্জামান। তাদের এই জুটি ভাঙেন তানভীর হায়দার। ৭১ রানে সাজঘরে ফেরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইমরানউজ্জামান। রবিউল (৭৬) আউট হোন রবিউল হকের বলে। এরপর সাজঘরে ফেরেন তুষার ইমরান (২)।

অবশ্য তাতেও কোনো ঝামেলা হয়নি খুলনার। ইমরুল কায়েস (২৯) টেনে নিয়ে চলেছেন খুলনাকে। তাকে সঙ্গ দিচ্ছেন সৌম্য সরকার (৮)। চতুর্থ ও শেষদিন ‍শুরু করবেন জাতীয় দলের এই দুই তারকা ব্যাটসম্যান।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।