ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

স্বাধীনভাবে খেলায় জয় পেয়েছি: আফিফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
স্বাধীনভাবে খেলায় জয় পেয়েছি: আফিফ আফিফ হোসেন/ছবি: সংগৃহীত

দিল্লিতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ৭ উইকেটের জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে টাইগারদের। এবার রাজকোটে স্বাগতিক দলকে হারাতে পারলেই নতুন ইতিহাস গড়ে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে যাবে। এমন এক মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে বাড়তি কোনো চাপ কিংবা উচ্চাকাঙ্ক্ষার কথা ভাবছেন না সফরকারী দলের সদস্যরা। এমনটাই জানালেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন।

প্রথম ম্যাচে অনায়াস জয়ের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। কিন্তু এই প্রত্যাশার চাপই সব পাল্টে দিতে পারে।

এজন্যই রাজকোটে ভারতের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের আফিফ বললেন, ‘আমরা সিরিজ জয় কিংবা হার নিয়ে ভাবছি না। আমরা শুধু আমাদের কাজ নিয়ে ভাবছি। পরে কী হবে তা নিয়ে চিন্তা করতে চাই না। ’

সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় স্বাগতিক ভারতের ওপর বাড়তি চাপ ভর করেছে কিনা এমন প্রশ্নের জবাবে আফিফের ঝটপট উত্তর, ‘ভারত চাপে আছে কিনা আমি জানি না, কিন্তু প্রথম ম্যাচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস বেড়েছে একথা বলতে পারি। ’

খেলোয়াড়দের প্রতিভার বহিঃপ্রকাশের স্বার্থে তাদের স্বাধীনভাবে খেলতে দিয়েছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো এবং ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এটাই ম্যাচ জয়ের মূল মন্ত্র ছিল বলে বিশ্বাস আফিফের, ‘আমাদের ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো এবং আমাদের অধিনায়কের বার্তা ছিল আমাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা খেলার। তিনি (ডমিঙ্গো) সবসময় আমাদের খোলা মনে খেলতে বলেন এবং খেলোয়াড়দের চাপমুক্ত হয়ে খেলতে পারার এটাই কারণ। ’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ব্যর্থতার পর নবম ম্যাচে এসে সাফল্য পাওয়ার পরও টাইগারদের কিছু জায়গায় এখনো উন্নতি করার জায়গা আছে, বিশেষ করে ফিল্ডিংয়ে। এসব বিষয়ে ডমিঙ্গো বেশ কড়া শিক্ষক। তাছাড়া অনুশীলনে ফিল্ডিং নিয়ে বাড়তি কাজ করতে দেখা গেছে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিকেও।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।