ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ লড়াইয়ের কঠিন মঞ্চ: চাহাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ লড়াইয়ের কঠিন মঞ্চ: চাহাল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে লিড নিয়েছে বাংলাদেশ। তাতে হয়তো স্বাগতিক টিম ইন্ডিয়াকে বেশ চাপের মধ্যেও ফেলে দিয়েছে টাইগাররা। মঙ্গলবার (৫ নভেম্বর) ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল সংবাদমাধ্যমে জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচগুলো কঠিন লড়াইয়ের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ। ভারতের মাটিতে এটি টাইগারদের প্রথম জয়।

সিরিজে ১-০ তে এগিয়ে রাখতে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। তার অনবদ্য ৬০ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।

গণমাধ্যমে কথা বলার সময় চাহাল এ ব্যাপারে জানালেন, ‘প্রথমত যে দলটি ভালো খেলছে আপনাকে তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে। প্রথম ম্যাচে সত্যিই অসাধারণ খেলেছে বাংলাদেশ। আমরা জানি ভারত দুর্দান্ত দল কিন্তু বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আমাদের বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। তাদের বিপক্ষে ম্যাচগুলো আমাদের কঠিন লড়াইয়ের মঞ্চ তৈরি করে দিচ্ছে। আর মুশফিকের কথা কী বলবো-তিনি দুর্দান্ত ব্যাট করেছেন। ’

চাহাল আরও যোগ করেন, ‘তিন ম্যাচের প্রথমটিতে হেরেছি, ১-০ তে পিছিয়ে আছি। তার মানে এই না যে আমরা খুব চাপের মধ্যে পড়েছি। এখনও দুই ম্যাচ বাকি। আমাদের মাঝে আত্মবিশ্বাস আছে আমরা ঘুরে দাঁড়াতে পারব। এটা দ্বিপাক্ষিক সিরিজ, এর মানে নকআউট সিরিজ না। একটি ম্যাচ জিততে পারেন আবার একটি ম্যাচে হারতেও পারেন। প্রথম ম্যাচে বাংলাদেশ আমাদের চেয়ে ভালো খেলায় জিতেছে। আমরা চাইবো পরের ম্যাচে জয় তুলে নিতে। ’

সাকিব-তামিমকে ছাড়া জয় পেয়েছে বাংলাদেশ। দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া টাইগারদের এমন জয় অভিনন্দন পাওয়ার যোগ্য। চাহাল জানালেন, ‘সাকিব-তামিম ছাড়াও বাংলাদেশ দারুণ দল। তাদের দুজনকে হারিয়ে বাংলাদেশের মাঠে নামা নিয়ে আমরা চিন্তা করছি না। যদিও এতে করে তারা কিছুটা দুর্বল একাদশ নিয়ে নামবে। আমরা ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগুচ্ছি। সিরিজের প্রথম ম্যাচে এবরাই প্রথমবার হারিনি আমরা। প্রথম ম্যাচ শেষ, এখন সিরিজের বাকি ম্যাচগুলো নিয়ে চিন্তা করছি। প্রথম ম্যাচ নিয়ে পড়ে থাকলে আমাদের হবে না। তাহলে আমরা মানসিক দিক দিয়ে পিছিয়েই থাকব। ’

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪৭ রানে ভারতকে আটকে দেয় মাহমুদউল্লাহর দল। পরে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ৩ উইকেট হারানো টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।