ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ বাঁচাতে ভিন্ন পরিকল্পনায় নামবে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
সিরিজ বাঁচাতে ভিন্ন পরিকল্পনায় নামবে ভারত সিরিজ বাঁচাতে ভিন্ন পরিকল্পনায় নামবে ভারত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারের পর সিরিজে টিকে থাকতে লড়বে টিম ইন্ডিয়া। দিল্লিতে হারের পর রোহিত শর্মার দলটি ঘুরে দাঁড়াতে মরিয়া। তাতে দিল্লির ম্যাচ ভুলে গিয়ে নতুন করে রাজকোটে সতীর্থরা নামতে আগ্রহী বলে জানালেন টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত।

দ্বিতীয় ম্যাচের আগে বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমের সামনে উপস্থিত হন রোহিত। সেখানে তিনি জানালেন, সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন থাকবে।

রোহিত জানান, ‘আমাদের কৌশল কী হবে সেটা এখনই বলে দিতে পারি না। তবে এটুকু বলবো আমাদের খেলার ধরনে পরিবর্তন আসবে। ইতিবাচক মানসিকতা নিয়ে আমরা খেলতে নামব। দিল্লির উইকেট আর রাজকোটের উইকেটের মধ্যে ভিন্নতা আছে। দিল্লিতে আমরা উইকেট দেখেই খেলেছি। রাজকোটের উইকেট যদি ভালো থাকে তাহলে আমাদের খেলার ধরনে কিছুটা পরিবর্তন থাকবে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের অ্যাপ্রোচ ভিন্ন হবে। আশা করছি রাজকোটের উইকেট দিল্লির চেয়ে ভালো হবে। ’

রোহিত আরও জানান, ‘কোনো নির্দিষ্ট বিভাগের উপর চাপ নেই। দ্বিতীয় ম্যাচে জিততে হলে পুরো দলকেই পারফর্ম করতে হবে। আমরা একটা দল হিসেবে খেলতে চাই। আগের ম্যাচে একটা দল হিসেবে হেরেছি, শুধু একটা বোলিং ইউনিট হিসেবে হারিনি। তাই পুরো দলকে একসাথে এগিয়ে আসতে হবে। নিজেদের কাজটা ব্যাটসম্যান আর বোলারদের নিজেকেই করতে হবে। এটাই পরিকল্পনা আমাদের। ’

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। জিতলে বাংলাদেশ লিখবে অন্য এক ইতিহাস। থাকবে ভারতকে টি-টোয়েন্টি সিরিজে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের হাতছানি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।