ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার হবে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
এবার হবে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধন ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই ঘোষণা দিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর নামে। সাত দলের মেগা এই ইভেন্টে এবার থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি।

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করা হবে আগামী ৮ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএলের উদ্বোধন করবেন।

বুধবার (৬ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

১৭ নভেম্বর হবে প্লেয়ার ড্রাফট। ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের খেলা। এর আগে ৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ও ৬ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানোর কথা ছিল। সেই অর্থে কয়েকদিন পেছানো হলো বিপিএল।

এবারের বিপিএল হবে ইতিহাসের সবথেকে জাকজমকপূর্ণ ঘরোয়া লিগ। নাজমুল হাসান পাপন জানিয়ে রাখলেন, ‘যেহেতু বঙ্গবন্ধুর নামে হচ্ছে, জাকজমকপূর্ণভাবে করা উচিত। এটুকু বলতে পারি, ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত জাঁকজমকপূর্ণভাবে কোনো আয়োজন করা হয়নি। সেরকম কিছু করারই ইচ্ছে আছে। অনেক বড় প্রোগ্রাম হবে, আয়োজনের ব্যাপারে এখনই কিছু বলতে চাচ্ছি না। তবে অনেক কিছু থাকবে। এত কিছু একসঙ্গে বাংলাদেশে আর হয়নি, তেমন কিছু করার ইচ্ছে আছে। ’

বিসিবি সভাপতি জানান, ‘১৪ নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। এই সময়ে প্লেয়ার ড্রাফট করা যাচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৭ নভেম্বর হবে প্লেয়ার ড্রাফট। আর খেলা শুরু হচ্ছে ডিসেম্বরের ১১ তারিখ। ’

তিনি আরও জানান, ‘আগে যে সাতটা দল ছিল এবারও সেই সাতটা দলই অংশ নেবে। আমরা অলরেডি পাঁচটা স্পন্সরকে চূড়ান্ত করে ফেলেছি। যাদেরকে আমারা দল দিতে পারি বা দেব। আমাদের কাছে আরও বেশি স্পন্সর হওয়ার আবেদন এসেছে। আমাদের এখনও দুটো স্পন্সর খালি আছে। আমরা অপেক্ষা করছি, হয় ওই দুটো স্পন্সরকে দায়িত্ব দেব নয়তো অন্য কোনো সিদ্ধান্ত নেব। সবচেয়ে বেশি সম্ভবনা হচ্ছে বিসিবি নিজেই চালাবে। ’

ফ্র্যাঞ্চাইজি না থাকায় সাতটি দলের কোচ নিয়োগ দিতে হবে বিসিবিকে। এ ব্যাপারে পাপন জানালেন, ‘বেশ কিছু কোচের সাথেও আমাদের আলোচনা করা হয়েছে। চার জন নিশ্চিত করেছে। তারা নামকরা কোচ। আমাদের জাতীয় দলের জন্য যাদের সাথে কথা বলেছিলাম ওই ধরনের কোচই আসবেন। তারা নিশ্চিত করেছে, কিন্তু কোনো চুক্তি এখনও হয়নি। এজন্য তাদের নাম বলতে চাচ্ছি না। ’

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
আরএআর/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।