ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ নান্নু অভিজ্ঞদের সতর্ক করলেন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ নান্নু অভিজ্ঞদের সতর্ক করলেন .

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে যে বাংলাদেশকে হালকা ভাবে নেয়ার কোনো কারণ নেই। এই জয়ের পেছনে তরুণ ক্রিকেটারদের বড় একটা অবদান রয়েছে।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দলের সিনিয়র ক্রিকেটারদের সর্তক করে দিয়েছেন। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েই তিনি সিনিয়র ক্রিকেটারদের এমন সর্তকবার্তা দিয়েছেন।

সাকিব-তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশ যেভাবে খেলেছে বিশেষ করে আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম শেখ যেভাবে খেলেছেন তাতেই মুগ্ধ হয়েছেন প্রধান নির্বাচক।

গণমাধ্যমে নান্নু জানালেন, ‘এখন কিন্তু আর ভাববার সময় নেই যে, কে খেলছে আর কে খেলছে না। যেই খেলুক না কেন তাদের এই প্লাটফর্মটা সঠিক ভাবে কাজে লাগাতে হবে। কারও জন্য কেউ অপেক্ষা করে না। যখন কেউ কোন সুযোগ পায় ভালো খেলে নিজের জায়গাটা প্রতিষ্ঠিত করে। ’

প্রধান নির্বাচেকের মতে গত কয়েক মাসে জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা অনেক ম্যাচ খেলেছে, এজন্যই এমন ফল পাচ্ছে বাংলাদেশ। প্রধান নির্বাচক যোগ করেন, ‘গত কয়েক মাসে আমাদের হাই পারফরম্যান্স দল, ‘এ’ দল অনেক ম্যাচ খেলেছে। জাতীয় দলের মতোই ম্যাচ খেলেছে। তারা শিখেছে কিভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়। বিপ্লব, নাঈমের খেলা দেখে মনেই হয়নি যে তারা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন খেলছে। শুধু শেষ তিন মাসে তাদেরকে ভালোভাবে পরিচর্যা করার ফলেই এতো ভালো খেলেছে। এটাই আমাদের অর্জন যে ভারতের মতো দলকে তাদের মাটিতে হারিয়েছে। ’

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
আরএআর/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।