ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ব্যথা পেলেন সাদমান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
অনুশীলনে ব্যথা পেলেন সাদমান চোট নিয়ে মাঠ ছাড়ছেন সাদমান

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। আর চলতি টি-টোয়েন্টি সিরিজের পরই শুরু হবে টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করার সময় বাম হাতের কনুইয়ে ব্যথা পান সাদমান ইসলাম।

অনুশীলনে ব্যাট করার করার সময় একটি বল লাফিয়ে উঠে সাদমানের হাতে লাগে। পরে ওই অবস্থায় মাঠ ছাড়েন তিনি।

 

সাদমানের ইনজুরি গুরুতর কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, 'ইনজুরি গুরুতর নয়। ফিজিওর সঙ্গে কথা হয়েছে। '

পরে অবশ্য সাদমান ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। দলের সঙ্গে যোগ দিতে শুক্রবার (০৮ নভেম্ব) মুমিনুল হক, সাদমান ইসলাম, ইমরুল কায়েসসহ টেস্ট দলের বাকি সদস্যরা ভারতে যাবেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।