ঢাকা, বুধবার, ১৭ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচের আগে যেসব মাইলফলকের হাতছানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
দ্বিতীয় ম্যাচের আগে যেসব মাইলফলকের হাতছানি দ্বিতীয় ম্যাচের আগে যেসব মাইলফলকের হাতছানি

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত আর সফরকারী টাইগাররা।

একনজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় ম্যাচে দুই দলের সামনে যেসব মাইলফলক অপেক্ষা করছে-

- বাংলাদেশের সামনে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি।
- শোয়েব মালিকের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবেন রোহিত শর্মা।


- আর মাত্র ১টি ক্যাচ নিতে পারলেই উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টিতে ৫০টি ক্যাচ নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন ভারতের ঋশভ পন্থ।
- আর ৫৩ রান করতে পারলে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মালিক হবেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
- আর মাত্র ২টি ছক্কা মারতে পারলেই টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০টি ছক্কার কীর্তি গড়বেন মাহমুদউল্লাহ।
- ঘরের মাটিতে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের হারের মুখে ভারত।
- আর ৭২ রান করতে পারলে সুরেশ রায়নাকে (৮৩৯২) ছাড়িয়ে বিরাট কোহলির (৮৫৫৬) পর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবমিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন রোহিত।
- পরের ম্যাচ জিতলে চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের হার হবে ৮০%। এই বছর ৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয়ের হারে এটাই হবে বাংলাদেশের সেরা বছর।
- ৩ উইকেট নিয়ে পারলেই টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। এর আগে ভারতীয় বোলারদের মধ্যে এই মাইলফলক ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৫২) ও জসপ্রীত বুমরাহ (৫১)।
- ৮৬ রান করলে সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান পূর্ণ করবেন লোকেশ রাহুল।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমএইচএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।