মোস্তাফিজের চোট এবং তার সাম্প্রতিক ফর্ম নিয়ে শঙ্কা থাকলেও বিসিবি আত্মবিশ্বাসী যে, এই টাইগার পেসার দ্রুত ফর্মের ফিরবেন। মোস্তাফিজ ছাড়াও ১৯ ডিসেম্বর আইপিএলের নিলামে থাকছেন বাংলাদেশের আরও পাঁচ ক্রিকেটার।
বিসিবি অপারেশন চেয়ারম্যান আকরাম খান মোস্তাফিজের ব্যাপারে বোর্ডকে জোর দেওয়ার পর বিসিবি তাদের অবস্থান বদলায়। সেই ব্যাপারে আকরাম খান বলেন, ‘তার চোটের কারণে আমরা তাকে ফ্র্যাঞ্জাইজিভিক্তিক ক্রিকেট খেলার অনুমতি দিইনি। তবে এখন সে কিছু সময়ের জন্য স্থিতিশীলতা খুঁজছে। সে জাতীয় ক্রিকেট লিগ (ফার্স্ট-ক্লাস ক্রিকেট) খেলেছে এবং ভারত সফরেও অংশ নিয়েছিল। ’
তিনি আরো বলেন, ‘সে যদি সবকিছু ভালভাবে করতে পারে তবে আঘাত পাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। সত্যি বলতে আমরা তার ফর্ম নিয়ে উদ্বিগ্ন কারণ সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বোলার। সে যদি আইপিএলে সুযোগ পায় এবং সেখানে খেলে ফর্ম ফিরে পায় তবে তা আমাদের জন্য সহায়ক হবে। ’
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
ইউবি