বিকেল থেকেই শুরু হবে এই আয়োজন। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল থেকেই লক্ষ্য করা যায় উৎসুক মানুষের আনাগোনা।
মিরপুরে টিকিটের খোঁজে উৎসুক জনতা-ছবি: শোয়েব মিথুন
কথা হলো টিকিট প্রত্যাশী কয়েক জনের সঙ্গে। দূর থেকে আসায় সময় মতো পৌঁছাতে পারেননি, তাই টিকিট সংগ্রহ করতে পারেননি। তবে চেষ্টা করবে যদি কোনো টিকিট পাওয়া যায়।
তবে টিকিট যেমন নেই, তেমনি স্টেডিয়ামের বাইরে কয়েকজনকে দেখা গেলো টিকিট বিক্রি করতে। কাছে ডাকতেই জিজ্ঞাস করে বসলো টিকিট লাগবে?
সন্ধ্যায় বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগ থেকেই শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। বিপিএলের পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৪টা থেকে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
আরএআর/এমএমএস