ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সঙ্গে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
বাংলাদেশের সঙ্গে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় পাকিস্তান দিবারাত্রির টেস্টে ব্যাট করছে মুশফিক: ছবি-সংগৃহীত

আগামী মাসে নিজেদের মাটিতে অন্তত একটি দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। করাচিতে গোলাপি বলের পাক-বাংলা সিরিজের একটি ম্যাচ আয়োজন করতে চায় পিসিবি।

সফরের দু্ই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির ব্যাপারে ইতিবাচক আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তবে বিসিবি অপেক্ষায় আছে নিরাপত্তা রিপোর্ট এবং সরকারের নির্দেশনার।

এর আগে গত নভেম্বরে মাত্র দুই সপ্তাহের নোটিশে কলকাতায় ভারতের বিপক্ষে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলেছে বাংলাদেশ। যেটি উপমহাদেশে প্রথম দিবা-রাত্রির টেস্টও।  

পাকিস্তান অবশ্য ইতোমধ্যে চারটি দিবা-রাত্রির টেস্ট খেলে ফেলেছে। এছাড়া প্রায় এক দশক পর ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে নিয়ে প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেট আয়োজন করছে পিসিবি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।