ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রশিদ খানের জায়গায় আবারও আসগর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
রশিদ খানের জায়গায় আবারও আসগর ছবি: সংগৃহীত

ইংল্যান্ড বিশ্বকাপের পরে আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রশিদ খানের কাঁধে। তার আগে আসগর আফগানের কাঁধেই ছিল এই গুরুদায়িত্ব। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের হঠাৎ সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হয়।

এবার রশিদ খানকে সরিয়ে আবারও তিন ফরম্যাটে দায়িত্ব দেওয়া হয়েছে আসগরকে।

২০১৯ বিশ্বকাপের আগে হঠাৎই আফগানিস্তানের নেতৃত্ব হারান আসগর।

তাকে সরিয়ে ওয়ানডের অধিনায়ক করা হয় গুলবাদিন নাইবকে। তার নেতৃত্বে কোনো ম্যাচ জেতেনি আফগানরা। সে সময় টেস্টের জন্য রহমত শাহকে আর টি-টোয়েন্টির জন্য রশিদ খানকে বেছে নেওয়া হয়েছিল।

বিশ্বকাপের পর ক্রিকেটের তিন ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয় রশিদকে। এবার এই লেগ স্পিনারকে সরিয়ে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে আসগরকে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।