ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় দল থেকে ছিটকে গেলেন ভুবেনেশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
ভারতীয় দল থেকে ছিটকে গেলেন ভুবেনেশ্বর ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে ছিটকে গেলেন ভুবেনেশ্বর কুমার। কুঁচকির ইনজুরিতে মাঠের বাইরে চলে গেলেন এই পেসার। তার পরিবর্তে দলে নেওয়া হচ্ছে শার্দুল ঠাকুরকে।

সম্প্রতি ইনজুরি নিয়ে বেশ ভুগছেন ভুবেনেশ্বর। গত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে চোটে পড়ে সেমিফাইনালে ফিরেছিলেন।

তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকতে পারেননি।

এদিকে গত সেপ্টেম্বরে এশিয়া কাপে নিজের শেষ ওয়ানডে খেলেছিলেন ঠাকুর। তবে সম্প্রতি ঘরোয়া সৈয়দ মুসতাক আলী টি-টোয়েন্টি ট্রফিতে মুম্বাইর হয়ে আট ম্যাচে ৯ উইকেট নিয়ে ফের নির্বাচকদের নজর কাড়েন।

ওয়ানডে সিরিজে শিখর ধাওয়ানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইনজুরির কারণে বাদ পড়লেন ভুবেনেশ্বর। সেই মুসতাক আলী ট্রফিতেই চোটে পড়েছিলেন ধাওয়ান। তার পরিবর্তে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজি নেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে। আর মায়ঙ্ক আগারওয়াল সুযোগ পেয়েছেন ওয়াডে সিরিজে।

১৫ ডিসেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।