ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যালিসও ঢুকলেন দ. আফ্রিকার কোচিং স্টাফে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ক্যালিসও ঢুকলেন দ. আফ্রিকার কোচিং স্টাফে ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ভরাডুবির পর তাদের ক্রিকেট বোর্ডে চলছে ব্যাপক রদবদল। বোর্ড পরিচালকের দায়িত্ব পাওয়া এক সময়ের সফল অধিনায়ক গ্রায়েম স্মিথ নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন তারই সাবেক সতীর্থ মার্ক বাউচারকে। এবার কোচিং স্টাফে যুক্ত হলেন বাউচার-স্মিথদের সতীর্থ জ্যাক ক্যালিস।

তার আগে ফাস্ট বোলিং কোচ হিসেবে নেওয়া হয়েছে তাদেরই সাবেক সতীর্থ চার্ল ল্যাঙ্গেভেল্টকে। যিনি পাঁচ মাস আগেই বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন।

দেশের ডাকে জাতীয় দলে যোগ দিতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ল্যাঙ্গেভেল্টকে আটকে রাখেনি। তাকে অব্যাহতিপত্র দিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম জ্যাক ক্যালিসকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বাউচারকে ২০২৩ পর্যন্ত হেড কোচ হিসেবে চেয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ডটি। ক্যালিস আর ল্যাঙ্গেভেল্টকেও হয়তো সেই মেয়াদ পর্যন্ত রেখে দিতে চাইবে।

এদিকে, আরেক প্রোটিয়া সাবেক তারকা অ্যাশওয়েল প্রিন্সকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।