ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কত দামে আইপিএলে কে কোন দলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
কত দামে আইপিএলে কে কোন দলে ছবি: সংগৃহীত

১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম চলছে। এখনও দল পাননি বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। মুশফিক আর মোস্তাফিজকে নিলামে তোলা হলেও কোনো দল আগ্রহ দেখায়নি। সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।

২ কোটি বেইস প্রাইসে থাকা গ্লেন ম্যাক্সওয়েল পেয়েছেন ১০ কোটি ৭৫ লাখ রুপি। একই বেইস প্রাইসে থাকলেও অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স পেয়েছেন সাড়ে ১৫ কোটি রুপি।

২০১৭ নিলামে ১৪.৫ কোটি রুপিতে রাইজিং পুনে সুপারজায়ান্টে নাম লিখিয়েছিলেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের সেই রেকর্ড ছাপিয়ে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে প্যাট কামিন্সকে ঘরে তুলে ইতিহাস গড়ল নাইট রাইডার্স।

৫০ লাখ বেইস প্রাইস হলেও ক্যারিবীয়ান তারকা শেলডন কটরেলকে নেওয়া হয়েছে ৮ কোটি ৫০ লাখ রুপিতে। ইংলিশ দলপতি ইয়ন মরগান ৫ কোটি ২৫ লাখ রুপিতে গেছেন কলকাতায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই নাথান কোল্টার নাইলকে টেনেছে ৮ কোটি রুপিতে।

এদিকে, কলকাতা নাইট রাইডার্স দলে টেনেছে নতুন মুখ বরুন চক্রবর্তীকে। বেইস প্রাইস ৩০ লাখ হলেও তাকে শাহরুখ খানের দলটি নিয়েছে ৪ কোটি রুপিতে। দিল্লি ক্যাপিটালস শিমরন হেটমায়ারকে নিয়েছে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই স্যাম কুরানকে ৫ কোটি ৫০ লাখ, পিযুস চাওলাকে ৬ কোটি ৭৫ লাখ আর জস হ্যাজেলউডকে নিয়েছে ২ কোটি রুপিতে।

২০২০ আইপিএল আসরের জন্য নিলামের হাতুরির নিচে রাখা হয় ৩৩২ ক্রিকেটারকে। এরমধ্যে ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি কোটায় আর তিন জনকে রাখা হয় আইসিসির সহযোগী দেশগুলোর।

দেখে নেওয়া যাক কত দামে কে কোন দল পেলেন:
কলকাতা নাইট রাইডার্স:
ইয়ন মরগান (৫ কোটি ২৫ লাখ), প্যাট কামিন্স (১৫ কোটি ৫০ লাখ), রাহুল ত্রিপাথি (৬০ লাখ), বরুন চক্রবর্তী (৪ কোটি), এম সিদ্ধার্ত (২০ লাখ), ক্রিস গ্রিন (২০ লাখ), টম ব্যান্টন (১ কোটি), প্রাভীন থাম্বে (২০ লাখ), নিখিল নায়েক (২০ লাখ)
রাজস্থান রয়েলস: রবিন উথাপ্পা (৩ কোটি), জয়দেব উনাদকাট (৩ কোটি), জাসভি জয়সাল (২ কোটি ৪০ লাখ), আনুজ রাওয়াত (৮০ লাখ), আকাশ সিং (২০ লাখ), কার্তিক তিয়াগি (১ কোটি ৩০ লাখ), ডেভিড মিলার (৭৫ লাখ), ওশানে থমাস (৫০ লাখ), আনিরুধা জোশি (২০ লাখ), অ্যান্ড্রু টাই (১ কোটি), টম কুরান (১ কোটি)
মুম্বাই ইন্ডিয়ান্স: ক্রিস লিন (২ কোটি), নাথান কোল্টার নাইল (৮ কোটি), সৌরভ তিওয়ারি (৫০ লাখ), মহসিন খান (২০ লাখ), বিজয় দেশমুখ (২০ লাখ), রাই সিং (২০ লাখ)
দিল্লি ক্যাপিটালস: জ্যাসন রয় (১ কোটি ৫০ লাখ), ক্রিস ওকস (১ কোটি ৫০ লাখ), অ্যালেক্স ক্যারি (২ কোটি ৪০ লাখ), শিমরন হেটমায়ার (৭ কোটি ৭৫ লাখ), মোহিত শর্মা (৫০ লাখ), তুষার দেশপান্ডে (২০ লাখ), মার্কাস স্টইনিস (৪ কোটি ৮০ লাখ), ললিত যাদব (২০ লাখ)
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: অ্যারন ফিঞ্চ (৪ কোটি ৪০ লাখ), ক্রিস মরিস (১০ কোটি), জশুয়া ফিলিপ্পে (২০ লাখ), কেন রিচার্ডসন (৪ কোটি), প্রাভান দেশপান্ডে (২০ লাখ), ডেল স্টেইন (২ কোটি), শাহবাজ আহমাদ (২০ লাখ), ইসুরু উদানা (৫০ লাখ)
কিংস ইলেভেন পাঞ্জাব: গ্লেন ম্যাক্সওয়েল (১০ কোটি ৭৫ লাখ), শেলডন কটরেল (৮ কোটি ৫০ লাখ), দীপক হুদা (৫০ লাখ), ইশান পোরেল (২০ লাখ), রবি বিষনু (২ কোটি), জিমি নিশাম (৫০ লাখ), ক্রিস জর্ডান (৩ কোটি), তাজিন্দার ধিলন (২০ লাখ), প্রাভিশিমরান সিং (৫৫ লাখ)
চেন্নাই সুপার কিংস: স্যাম কুরান (৫ কোটি ৫০ লাখ), পিযুস চাওলা (৬ কোটি ৭৫ লাখ), জস হ্যাজেলউড (২ কোটি), সাই কিশোর (২০ লাখ)
সানরাইজার্স হায়দ্রাবাদ: বিরাট সিং (১ কোটি ৯০ লাখ), প্রিয়াম গ্রাগ (১ কোটি ৯০ লাখ), মিচেল মার্শ (২ কোটি), সন্দীপ বাভানাকা (২০ লাখ), ফ্যাবিয়ান অ্যালেন (৫০ লাখ), আবদুল সাদাম (২০ লাখ), সঞ্জয় যাদব (২০ লাখ)

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।