ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলেন কোহলি-বুমরাহ-স্টোকস 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
র‌্যাংকিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলেন কোহলি-বুমরাহ-স্টোকস  কোহলি ও স্টোকস ‍

আর কয়দিন পর নতুন বছরে পা রাখবে বিশ্ব। তার আগে দারুণ এক সুখবর পেলেন বিরাট কোহলি। ২০১৯ সালে দুর্দান্ত সময় কাটানো ভারত অধিনায়ক নতুন বছর শুরু করতে যাচ্ছেন আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে। 

সদ্য প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৮৮৭ রেটিং নিয়ে শীর্ষস্থানে আছেন কোহলি। তবে এবার ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে বড় লাফ দিয়েছেন শাই হোপ।

পাঁচ ধাপ এগিয়ে ৭৮২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে ওঠে এসেছেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক। দশম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক কুইন্টন ডি কক।  

কোহলির পরের স্থানটিও দখলে রেখেছে ভারত। ৪ রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। তিনে আছেন পাকিস্তানের বাবর আজম। যথাক্রমে পরের স্থানে আছেন ফাফ ডু প্লেসিস, রস টেইলর, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার ও জো রুট।  

ব্যাটসম্যানদের মতো বোলারদের তালিকাতেও শীর্ষ নাম ভারতের। ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ৭৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে জসপ্রীত বুমরাহ।  

তবে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় জায়গা হয়নি কোনো ভারতীয় ক্রিকেটারের। ইংল্যান্ডেকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দেওয়া বেন স্টোকস ৩১৯ রেটিং নিয়ে শীর্ষে আছেন অলরাউন্ডারদের তালিকায়। পরের স্থানে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

তবে জায়গা হয়নি সাকিব আল হাসানের। জুয়াড়িদের কথা গোপন রাখায় দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় বিশ্ব সেরা অলরাউন্ডারকে র‌্যাংকিংয়ের  জন্য বিবেচনায় রাখেনি আইসিসি।  

ওয়ানডে র‌্যাংকিংয়ের কোথাও শীর্ষ দশে জায়গা পাননি বাংলাদেশের কেউ। ব্যাটসম্যানদের মধ্যে ৭১৩ রেটিং নিয়ে আগের ১৮তম স্থানে থেকে বছর শেষ করতে যাচ্ছেন মুশফিকুর রহীম। বোলারদের মধ্যে একই অবস্থানে আছেন মোস্তাফিজুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।