ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গুরুতর অসুস্থ বেন স্টোকসের বাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
গুরুতর অসুস্থ বেন স্টোকসের বাবা বাবা-মা’র সঙ্গে স্টোকস। ছবি:সংগৃহীত

গুরুতর অসুস্থতা নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহান্নেসবার্গের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের বাবা গেড। এ ব্যাপারটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বর্তমানে দ.আফ্রিকার সফরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। যেখানে ইংলিশদের অন্যতম ভরসার নাম স্টোকস।

আর ছেলের খেলা দেখতেই পরিবারসহ দেশটিতে ভ্রমণে আছেন গেড। তবে সোমবার হঠাৎই গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে অনুশীলনে অংশ না নিয়ে মঙ্গলবার পর্যন্ত বাবার পাশে থাকবেন স্টোকস।

স্টোকসের বাবা গেড নিউজিল্যান্ডের সাবেক রাগবি লিগ খেলোয়াড়। ১৯৬০ সাল থেকে তিনি ক্রাইস্টচার্চে থাকছেন। তবে নিউজিল্যান্ডে জন্ম হওয়া স্টোকস জাতীয় দল হিসেবে ইংল্যান্ডকে বেছে নেন।

আগামী ২৬ ডিসেম্বর বক্সিং-ডেতে সেঞ্চুরিয়নে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।