ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংকে আবর্জনা বললেন ভন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
টেস্ট র‍্যাংকিংকে আবর্জনা বললেন ভন মাইকেল ভন/ছবি: সংগৃহীত

আইসিসি’র টেস্ট র‍্যাংকিংয়ে দ্বিতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। কিন্তু এই দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ মাইকেল ভন। তার মতে, এই দুই দলের কোনোটাই এই অবস্থানের যোগ্য নয়। শুধু তাই না, টেস্ট র‍্যাংকিংকে আবর্জনা বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদ মাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’কে ভন বলেন, ‘আইসিসির র‍্যাংকিং নিয়ে আমি পুরোপুরি সততার সঙ্গে বলব। আমি মনে করি এগুলো একদম আবর্জনা।

আমি জানি না কীভাবে নিউজিল্যান্ড গত দুই বছরে এত সিরিজ জিতল। কিন্তু তারা দ্বিতীয় স্থানে আছে আর আমি মনে করি, এই র‍্যাংকিং ঠিক হতে পারে না। আবার টেস্টে তৃতীয় (আসলে চতুর্থ) স্থানে আছে ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ড গত তিন কিংবা চার বছর ধরে টেস্টে ভালো করতে পারেনি, বিশেষ করে বিদেশের মাটিতে। ’

ভন আরও বলেন, ‘তারা (ইংল্যান্ড) ঘরের মাটিতে সিরিজ জিতেছে। ঘরের মাটিতে তারা একবার অ্যাশেজ সিরিজে ড্র করেছে। তারা শুধু আয়ারল্যান্ডকে হারিয়েছে। আমার মতে, র‍্যাংকিং কিছুটা বিভ্রান্তিকর। আমার মতে, নিউজিল্যান্ড কিছুতেই দ্বিতীয় সেরা টেস্ট দল নয়। আমি মনে করি, টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া অনেক ভালো দল। ’

টেস্ট র‍্যাংকিংয়ে বর্তমানে পঞ্চম স্থানে আছে অস্ট্রেলিয়া। ভনের মতে দলটি আরও ভালো অবস্থানের দাবিদার। অজিদের প্রশংসায় সাবেক এই ইংলিশ ওপেনার বলেন, ‘আমার মতে টেস্ট ক্রিকেটের সবচেয়ে সেরা দল এখন ভারত এবং অস্ট্রেলিয়া। এতে কোনো সন্দেহ নেই। আমি মনে করি, তাদের (অস্ট্রেলিয়া) এখন শুধু একটা দলই চাপে ফেলতে পারে, ভারত। ’

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।