দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজে লজ্জাজনক হার দিয়ে বছর শুরু হয়েছিল পাকিস্তানের। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-০ আর ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজয়।
বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সরফরাজকে। এরপর ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হয় পাকিস্তানকে। আর সেই টি-টোয়েন্টি সিরিজই সরফরাজের জন্য দলে ঢোকার দরজা খুলে দিয়েছে।
পাকিস্তানের সাংবাদিক আরফা ফিরোজ জাকা এক টুইটে জানিয়েছেন, আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফেরার অপেক্ষায় আছেন সরফরাজ। কারণ তার বদলে দলে জায়গা পাওয়া মোহাম্মদ রিজওয়ানের পারফরম্যান্স অত্যন্ত বাজে। আরফা ফিরোজ জাকা আরও জানান, এরইমধ্যে ফিটনেস টেস্টের জন্য ডাকা হয়েছে সরফরাজকে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএইচএম