পাকিস্তান ক্রিকেট দল: ছবি-সংগৃহীত
গত বিশ্বকাপে ফিটনেসহীনতার কারণে হাসি-ঠাট্টার খোরাক হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাদের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের মেদবহুল শরীর নিয়ে সমর্থকরা ট্রলও করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সচেতন করার জন্য অভিনব এক পন্থা অবলম্বন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা যদি আগামী ০৬ ও ০৭ জানুয়ারি জাতীয় ক্রিকেট একাডেমিতে হওয়া ফিটনেস টেস্ট উৎরাতে না পারে তবে তাদের মাসিক বেতনের ১৫ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
সব কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করেছে পিসিবি।
তবে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত থাকায় মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ আপাতত এই ফিটনেস টেস্টে থাকছেন না। দুই পেসারের টেস্ট হবে ২০ ও ২১ জানুয়ারি।
পাকিস্তানের কন্ডিশনিং কোচ ইয়াসির মালিক এই ফিটনেস টেস্টের তত্ত্বাবধানে থাকবেন। পাকিস্তানি ক্রিকেটারদের চর্বি বিশ্লেষণ, শক্তিমত্তা, ধৈর্য, সহ্যক্ষমতার গতি এবং ক্রস ফিট নামের পাঁচটি টেস্টে পাশ করতে হবে।
যে খেলোয়াড় এই পাঁচটির একটিতে ব্যর্থ হবেন তাকে জরিমানা গুনতে হবে। এমনকি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।