এর আগে টসে জিতে সফরকারীরা প্রথম ইনিংসে করে ২৬৯ রান। ব্যাটিংয়ে নেমে জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডদের সামনে বেশিদূর এগোতে পারেনি প্রোটিয়ারা।
৮ উইকেটে ২১৫ রানে তৃতীয় দিন শুরু করেছিল ফাফ ডু প্লেসিসের দল। তবে শেষ দুই উইকেট কাগিসো রাবাদা (০) ও এনরিখ নর্তজেকে (৪) তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারে ২৮তম পঞ্চম উইকেট শিকারের উদযাপনে মেতে ওঠেন অ্যান্ডারসন। ভারনন ফিল্যান্ডার অপরাজিত থাকেন ১৭ রানে।
৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদে পড়ে ইংল্যান্ডও। তবে দলীয় ২৮ রানে ওপেনার জ্যাক ক্রলিকে (২৫) হারালেও দলের ওপর কোন চাপ পড়তে দেয়নি সিবলির ব্যাট। জো ডেনলিকে নিয়ে দলকে তিন অঙ্কের ঘরে নিয়ে যান তিনি। দলীয় ১০১ রানে ডেনলি (৩১) ফিরলেও ফিফটি তুলে নেন সিবলি। অধিনায়ক রুটের সঙ্গে আরেকটি জুটি গড়েন সিবলি।
দুজনে করেন ১১৭ রানের জুটি। তাদের সেই ভয়ঙ্কর জুটি ভাঙেন প্রিটোরিয়াস। ব্যক্তিগত ৭১ রানে সাজঘরে ফেরেন রুট। এরপর ডাক মেরে ফেরেন ডমিনিক বেসও। তবে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির আশা বাঁচিয়ে রেখেছেন সিবলি। তার ২২২ বলে ৮৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১৩ চারে।
দু’দলের চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
ইউবি