ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টে বাড়লো টাইগারদের ম্যাচ ফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
টেস্টে বাড়লো টাইগারদের ম্যাচ ফি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের টেস্টের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, আমরা ম্যাচ ফি বাড়িয়েছি। এর মধ্যে বেশি বেড়েছে টেস্টে।

এখন আমরা নতুন যত প্রস্তাব করেছি সেটাতে দুই লাখ টাকা টি-টোয়েন্টিতে প্রতি খেলোয়াড় প্রতিটি ম্যাচে পাবে। তিন লাখ টাকা পাবে ওয়ানডে তে। আর টেস্টের জন্য পাবে প্রতি ম্যাচে ছয় লাখ টাকা। টেস্টে আমরা ৫০ শতাংশ বাড়িয়েছি। যা আগে ছিল চার লাখ টাকা।

এছাড়া ম্যাচ ফি বেড়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচেরও। ওয়ানডেতে ম্যাচ ফি দুই লাখের পরিবর্তে তিন লাখ টাকা পাবে মাশরাফির দল। আর টি-টোয়েন্টিতে এক লাখ ২৫ হাজার টাকার পরিবর্তে মাহমুদ উল্লাহর দল পাবে দুই লাখ টাকা করে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আরএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।