নিরাপত্তা ইস্যুতে শুরু থেকেই অনীহা প্রকাশ করে আসছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সরকারের অনুমতির পর শেষ পর্যন্ত পাকিস্তানে যাওয়ার ব্যাপারে রাজি হয় বিসিবি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিসিবি’র একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, ‘বাংলাদেশ দল চার্টার্ড বিমানে করে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ বিমানের এই বিশেষ ফ্লাইটে করে কাল রাত ৮টায় রওনা দেবে। ’
পাকিস্তানে পৌঁছে ২৩ জানুয়ারি ঐচ্ছিক অনুশীলন করবে মাহমুদউল্লাহ’র দল। এরপর ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
আরএআর/ইউবি