ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টানা চতুর্থ জয় টাইগার্সের, জয় পেল স্বাধীন সিরাজগঞ্জও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
টানা চতুর্থ জয় টাইগার্সের, জয় পেল স্বাধীন সিরাজগঞ্জও ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে সিরাজগঞ্জ টাইগার্স। অপরদিকে দ্বিতীয় জয়ে কোয়ালিফায়ারের আশা জিইয়ে রেখেছে স্বাধীন সিরাজগঞ্জ।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিরাজগঞ্জ লায়ন্সকে ১৭ রানে পরাজিত করে টানা চতুর্থ জয় তুলে নেয় টাইগার্স।  

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে টাইগার্সরা।

দলের পক্ষে নাঈম ইসলাম ৩১ বলে ৫২, পারভেজ শেখ ২৯ বলে ২৭ ও জিয়াউর রহমান ১২ বলে ২৩ রান করেন।  

সিরাজগঞ্জ লায়ন্সের বোলার কুদরত রাব্বি ২৩ রানে দুটি উইকেট লাভ করেন।  

১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় লায়ন্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ৫৯ রান করেন সুমন সাহা। টাইগার্সের মাহফুজ শুভ ১৭ রানে তিনটি উইকেট লাভ করেন।  

ম্যাচ সেরা নির্বাচিড হন টাইগার্সের এনামুল হক বিজয়।  

এর আগে দিনের প্রথম খেলায় সিরাজগঞ্জ ভাইকিংসকে ৮ রানে হারিয়েছে স্বাধীন সিরাজগঞ্জ।  

টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান করে স্বাধীন সিরাজগঞ্জ। জবাবে সিরাজগঞ্জ ভাইকিংস নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে।  

স্বাধীন সিরাজগঞ্জের মোক্তার আলী ৩১ বলে ৪০ রান সংগ্রহ করে ম্যাচ সেরা নির্বাচিত হন।      

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।