বাগেরহাট: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের বাগেরহাট জেলা পর্যায়ের খেলার শুরু হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম এই খেলার উদ্বোধন করেন।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুকের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন সাহিন, মেহেদি হাসান আরমান ও জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, ক্রিকেট প্রতিযোগিতার কো অর্ডিনেটর মীর জায়েসী আশরাফী জেমস।
প্রথম পর্বের খেলায় বাগেরহাট সরকারী বালক বিদ্যালয় ও বাসাবাটী মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
জেলা পর্যাযের এই স্কুল প্রতিযোগিতার এবার জেলার ৮টি বিদ্যালয় অংশ গ্রহন করবে। আগামী ১৭ ফেরুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার সমাপ্তি হবে বলে জানিয়েছে আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি, ২০২০
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।