শনিবার (০১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে সাউথ জোন ২৬২ রানে অলআউট হয়। জবাবে ২০৭ রানে শেষ হয় নর্থ জোনের প্রথম ইনিংস।
৫ উইকেটে ৪৬ রান নিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে নর্থ জোন। শুরুটা ভালোই করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রনি তালুকদার ও তানভির হায়দার। ৫৪ রানের জুটি গড়েন তারা। ৩৪ রান করে আউট হন তানভির।
এরপর রনি ৫৫ রান করে বিদায় নেন। দলের রান তখন ১২০। এরপর আরিফুল হক ও সুমন খান ছাড়া আর কোনো ব্যাটসম্যান রানের দেখা পায়নি। সুমন ২৭ রান করে আউট হলেও আরিফুল ৫৮ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ২০৭ রানে অলআউট হয় নর্থ জোন।
আগের দিনে ৫ উইকেট নেয়া শফিউল এদিন আরও একটি উইকেট নেন। শফিউল ৪০ রানে ৬ উইকেট নেন। বাকি ৪টি উইকেট যায় স্পিনার আব্দুর রাজ্জাকের ঝুলিতে।
৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে সাউথ জোনের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান। এনামুল হক শূন্য রানে আহত হয়ে মাঠ ছাড়েন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফজলে মাহমুদ ২ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন। শাহরিয়ার নাফিস ১৯ ও শামসুর রহমান ১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
আরএআর/ইউবি