ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলের সব ম্যাচ হবে ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
ডিপিএলের সব ম্যাচ হবে ঢাকায় ছবি-সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমের খেলা শুরু হবে ১৫ মার্চ থেকে। মাঠ সংকটের কারণে এবারের মৌসুমের খেলাগুলো ঢাকার বাইরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি করোনাভাইরাস আতঙ্কের কারণে বাইরের খেলাগুলো ঢাকায় নিয়ে আসা হয়েছে। বুধবার (মার্চ ১১) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম, সাভারের বিকেএসপির চার নম্বর মাঠ এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে এবারের ডিপিএলের প্রত্যেকটি ম্যাচ।  

ডিপিএলের ম্যাচগুলো চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

করোনাভাইরাস যেন ছড়াতে না পারে সেই কথা মাথায় রেখেই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশ মধ্যকার যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে এই করোনা ভাইরাসের কারণে।

বাংলাদেশ সময়: ১৪৪০  ঘন্টা, মার্চ ১২, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।