তবে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের পর থেকে আবারও কিছুটা এলোমেলো হতে থাকে বাংলাদেশ। আর টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের প্রথম লক্ষই এখন দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।
সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম এ কথা জানান। টাইগারদের ওয়ানডে অধিনায়ক মনে করেন দলে ভরসা করার জন্য যেমন মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, তেমনি লিটন দাসের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারও রয়েছে।
তামিম বলেন, ‘একটি বড় জয় এই দলকে অনেক সাহস দেবে। আপনি যখন ম্যাচ জিততে শুরু করেন, আপনি তখন আত্মবিশ্বাস খুঁজে পাবেন। ২০১৫ সালে আমরা যখন পাকিস্তানকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছিলাম, তখন আমরা বিশ্বাস করতে শুরু করেছি আমরা পারবো। আমরা বিশ্বাস করতে শুরু করি যে ২৫০ রানের স্কোর ডিফেন্ড করতে পারবো কিংবা তিনশ’র অধিক রানের টার্গেট তাড়া করতে পারবো। পাকিস্তানকে হারানোর পরে আমরা বিশ্বাস করেছিলাম আমরা ভারত এবং তারপরে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারি। আমরা যদি এই মানসিকতা গড়ে তুলতে পারি তবে ক্রিকেটাররা আবার আত্মবিশ্বাস খুঁজে পাবে। ’
মুশফিককে নিয়ে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘মুশফিকুর রহিম একটি ভালো উদাহরণ হতে পারে। সে কোনো ফরম্যাটে কখনও সন্তুষ্ট হয় না। তার যখন খারাপ সময় যায় তখন সে খুব চেষ্টা করে সেটা থেকে বের হয়ে আসতে। তবে যখন সে আবার ভালো করে তখন ধারাবাহিক ভাবে উন্নতি করতে চায়। সবাই যদি এভাবেই চিন্তা করে তবে অধিনায়ক, কোচ এবং সিনিয়র খেলোয়াড়দের পারফর্ম করাটা সহজ জয়ে যায়। ’
লিটনকে নিয়ে তামিম বলেন, ‘লিটন দাস যখন ৭০ কিংবা ৮০-তে আউট হয়ে যায়, এর পরে তার প্রতিক্রিয়া এবং আচরণটাই ভিন্ন হয়। সম্প্রতি ১৭০ (১৭৬ হবে) রানের রেকর্ড ব্রেকিং ইনিংস খেলেছে। তবে এটা করার পরেও লিটন আরও ভালো করতে চায়। আমি তার মধ্যে অনেক ক্ষুধা দেখতে পাচ্ছি। আমি আশা করি প্রত্যেকে একই পথ অনুসরণ করবে। ’
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
আরএআর/এমএমএস