কেবল অর্থ দান করে ক্ষান্ত নন কোহলি। ৩১ বছর বয়সী ব্যাটসম্যান নেমে পড়েছেন করোনা নিয়ে জনগণকে সচেতন করতে।
তহবিলে অবদান রাখার পর নিজের অফিসিয়াল টুইটারে কোহলি লিখেন, ‘আনুশকা এবং আমি অঙ্গীকার করছি, পিএম-কেয়ার্স এবং মুখ্যমন্ত্রীর (মহারাষ্ট্র) ত্রান তহবিলে সমর্থন বজায় রাখার। অনেকজনকে ভুগতে দেখে আমাদের হৃদয় ভেঙে গেছে এবং দেশের নাগরিকদের ব্যথা দূর করার জন্য আমরা আমাদের অবদানের আশা জিইয়ে রেখেছি বিভিন্ন পন্থায়। ’
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে পুরো দেশ লকডাউন করেছে ভারত। দেশটিতে এখন পযর্ন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ১ হাজার জন। মারা গেছে ২৭। আর পুরো পৃথিবীতে মৃতের সংখ্যা ৩৪ হাজারের ঘরে।
গত সপ্তাহে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে ৫০ লাখ রুপি দান করেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। অলরাউন্ডার সুরেশ রায়না দেন ৫২ লাখ রুপি। প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) দান করে ৫১ লাখ রুপি।
এছাড়া দেশটির ব্যাডমিন্টন তারকা পি.ভি. সিন্ধু, কুস্তিগির বজরং পুনিয়া, দৌড়বিদ হিমা দাস এবং বিসিসিআই প্রেসিডেন্ট ও সাবেক টিম ইন্ডিয়া অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও অর্থ দান করেছেন ত্রান তহবিলে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
ইউবি