ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটে ফিরতে চান মোহাম্মদ মিঠুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ১৬, ২০২০
ক্রিকেটে ফিরতে চান মোহাম্মদ মিঠুন মোহাম্মদ মিঠুন: ফাইল ছবি

দেশের কারোনা পরিস্থিতি দিনদিন আরও অবনতির দিকে এগোচ্ছে। ধীরে ধীরে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কবে এই ভাইরাস থেকে মানুষ পরিত্রাণ পাবে তা সৃষ্টিকর্তা ছাড়া আর কারও জানা নেই। তবুও অর্থনীতিকে সচল রাখতে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরেছে দেশ। এমন পরিস্থিতিতে অন্যান্য দেশগুলো মাঠে ফিরতে শুরু করলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কবে অনুশীলনে ফিরবে তা এখনও অনিশ্চিত। তবে ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

মঙ্গলবার (১৬ জুন) সংবাদ মাধ্যমে মিঠুন এই ইচ্ছার কথা জানান। তিনি মনে করেন, স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তা নিশ্চিত করে যদি ক্রিকেট ফেরানো যায় তবে সেটা ক্রিকেটারদের জন্যই ভালো হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর কথা চিন্তা করতে পারে।   

মিঠুন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে যদি ক্রিকেট ফেরানো হয় তাতে আমার কোনো সমস্যা নেই। এই মুহূর্তে যদি খেলা ফেরানো যায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কেউ আক্রান্ত হওয়াটা যেমন কাম্য নয় তেমনি ক্রিকেট না হওয়াটাও কাম্য নয়। অবশ্যই খেলতে চাই, তবে স্বাস্থ্যবিধি মেনে। ’

তবে মিঠুন মনে করেন, ক্রিকেট ফেরাতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হোক এটা কারও কাম্য নয়। তাই নিরাপত্তার সর্বোচ্চটুকু দিয়ে মাঠে ক্রিকেট ফেরাতে পারলে ভালো হয়।  

তিনি বলেন, ‘অবশ্যই আমাদের দেশের পরিস্থিতি আগের চেয়ে খারাপ। এটা দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তবে এটা ঠিক যে, করোনার কারণেই খেলা বন্ধ হয়েছিল এবং তা ফিরবে করোনা ঠিক হলে। করোনা কোনদিকে মোড় নিচ্ছে সেটা কিন্তু আমাদের দেখা উচিত। কেননা খেলতে গিয়ে কেউ আক্রান্ত হলে তা কিন্তু আবার বেশি সমস্যা তৈরি করবে। আমি কখনোই চাইব না যে, কেউ আক্রান্ত হোক। ’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ১৬, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।