ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উমর আকমলের শাস্তি কমানোর বিরুদ্ধে আপিল করবে পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
উমর আকমলের শাস্তি কমানোর বিরুদ্ধে আপিল করবে পিসিবি

উমর আকমল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্কটা এখন অনেকটা দা-কুমড়ার মতো। বিতর্কিত এই ক্রিকেটারের সঙ্গে কোনো আপস করতে চায় না পাকিস্তান ক্রিকেটে সর্বোচ্চ সংস্থা।

তাইতো দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের কারণে আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

এর আগে চলতি বছরের এপ্রিলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনৈতিক প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে না জানানোয় তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আকমলক। তবে মে মাসে তিনি নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে শুনানির পর জুলাইয়ে তার শাস্তির মেয়াদ দেড় বছর কমে অর্ধেক হয়ে যায়।

সোমবার (১০ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে পিসিবি জানায়, শাস্তি কমানোর রায়ের বিরুদ্ধে আপিল করার বোর্ড।

গত ২০ ফেব্রুয়ারি থেকে আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়, যেটি ছিল তার প্রাথদমিকভাবে নিষিদ্ধ হওয়ার সময়। আর দেড় বছর কমে যাওয়ার ফলে আগামী বছরের অগাস্ট থেকে তিনি খেলতে পারবেন।

প্রতিভাবান এই ডানহাতি ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন আকমল।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।