ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ছিটকে গেলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ছিটকে গেলেন ওয়ার্নার

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। ম্যাচ খেলার মতো ফিট হতে অজি এই ওপেনারের আরও ১০ দিন সময় প্রয়োজন।

ফলে তাকে মেলবোর্নে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে। যেখানে ২৬ ডিসেম্বর বক্সি-ডে টেস্ট অনুষ্ঠিত হবে।

এর আগে ভারতের বিপক্ষেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় পেশির চোটে পড়েন ওয়ার্নার। পরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে যায় তার। তিনি এখন সিডনিতেই চিকিৎসা নিচ্ছেন। আর আজই (০৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়ান দল অ্যাডিলেডের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছে।

অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, বক্সি-ডে টেস্টে তিনি ফিট ওয়ার্নারকেই চাচ্ছেন।

এদিকে ওয়ার্নারের অনুপস্থিতিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন উইল পুকোভস্কি। তিনি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও প্রস্তুতি ম্যাচ খেলবেন।

আগামী ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।