ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ পরিকল্পনায় নেই বলেই মাশরাফি বাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
বিশ্বকাপ পরিকল্পনায় নেই বলেই মাশরাফি বাদ মাশরাফি

করোনার বিরতির পর প্রায় দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই আবার মাঠে ফিরছে দেশের আন্তর্জাতিক ক্রিকেট।

 

সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিক দলও ঘোষণা করেছে। আর সবচেয়ে আলোচিত বিষয় হলো,দ মাশরাফি বিন মর্তুজার ওয়ানডে দলে না থাকা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মাশরাফি না থাকায় তাকে দলে নেওয়া হয়নি।

সোমবার (০৪ জানুয়ারি) মিরপুরে দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক নান্নু। মূলত আসন্ন ২০২৩ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আর বাস্তবতার কথা চিন্তা করেই সেই পরিকল্পনায় নেইও মাশরাফি। সেজন্যই তাকে দলে রাখা হয়নি।  

নান্নু বলেন, 'এই সিরিজটা শুরু করছি এখন। এই সিরিজটার কথাই বলি। মাশরাফি ছাড়া এই  সিরিজটা শুরু করছি। ওই ফোকাসটা রেখেই (২০২৩ বিশ্বকাপ) আমরা , যেটা আমাদেরকে টিম ম্যানেজমেন্ট প্ল্যান দিয়েছে ভিশন-২০২৩, ওই  ভিশন মাথায় রেখে ম্যানেজমেন্টের সঙ্গে আমরা এগোচ্ছি। '

মাশরাফির সঙ্গেও নির্বাচকরা কথা বলেছে। এছাড়া প্রধান কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সকলের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে মাশরাফিকে দলে না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দলে নতুনদের সুযোগ করে দেওয়া প্রয়োজন বলে মনে করেন প্রধান নির্বাচক।

নান্নু বলেন, 'এখানে অনেক ইস্যু এসেছে। সবকিছু মিলিয়ে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে অনেককিছুর প্লান দিয়েছে এবং আমরাও আমাদের প্লান নিয়ে অনেক আলোচনা করেছি। যেটা বললাম, অনেক আলোচনার পরেই সিদ্ধান্তের মাঝে এসেছি এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তরুণ ক্রিকেটারদের তো আমাদের জায়গা দিতে হবে। আমাদেরকে তো ওদেরও একটা সুযোগের জায়গা দিতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছি, রিফ্রেশলি শুরু করছি ইনশাআল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভালো ক্রিকেট শুরু করতে চাই। '

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।