ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভোলায় বঙ্গবন্ধু ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
ভোলায় বঙ্গবন্ধু ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

ভোলা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
  
সোমবার (৪ জানুয়ারি) ভোলা শহরের গজনবী স্টেডিয়ামে ফাইনাল খেলায় লাল দল ২৬ রানের ব্যবধানে নীল দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।

 

প্রথমে লাল দল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ করে। দলের পক্ষে আতিক সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া সাইমন ২৩ রান করেন।  

নীল দলের পক্ষে মাহিম ২/১৭টি ও রাকিন ১/১৭ ইউকেট লাভ করে। জবাবে নীল দল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে লাল দলের মেহেদী ৪টি ও আতিক ২টি উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আতিক ও ম্যান অব দ্য টুনামের্ন্ট হয়েছে আবু ছায়েম চৌধুরী অমি।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার।  
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রবিন চৌধুরী, যুগ্ম-সম্পাদক রাজীব চৌধুরী, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুন্নু রাইহান প্রমুখ।  

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৩টি দল নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।