ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কবজির চোটে সিরিজ শেষ লোকেশ রাহুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
কবজির চোটে সিরিজ শেষ লোকেশ রাহুলের

অনুশীলনের সময় কবজিতে চোট পেয়ে অস্ট্রেলিয়া সফরে ভারতের পরের দুই টেস্ট থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল। যদিও আগের দুই টেস্টে তিনি সুযোগ পাননি।

তবে তৃতীয় টেস্ট তাকে খেলানোর ব্যাপারে জোর সম্ভাবনা ছিল।

এ ব্যাপারে বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়, নেটে ব্যাট করার সময় বাঁহাতের কবজিতে চোট পায় রাহুল। মাঠে ফিরতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।

অস্ট্রেলিয়ার এই সফরে এর আগে দুই পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদবও ইনজুরির কারণে ছিটকে যান। এখন পুনর্বাসন প্রক্রিয়ার জন্য তাদের সঙ্গে রাহুল ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন।

বোলাররা চোটে পড়লেও এই সফরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছিটকে গেলেন ওপেনার রাহুল। অবশ্য সিরিজের তৃতীয় টেস্টে রোহিত শর্মার ফেরার খবরে রাহুলের জায়গায় তাকেই চিন্তা করা হচ্ছে। যদিও ব্যাসম্যানদের মধ্যে পৃথ্থি শ, মায়াঙ্ক আগারওয়াল ও হনুমা বিহারি স্কোয়াডে আছেন।

আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।